পরিযায়ী হোক বা খাঁচাবন্দি, পাখি মানেই ডানামেলা অসীমে উধাও। আবহমান কাল ধরে পাখি নিয়েই যত গান, যত স্বপ্ন, যত কল্পনা! পাখি কখনও হিচককের ভয়-ছবির নায়ক, আবার কখনও বা শাহেনশা বচ্চনের কাঁধে বসা পার্শ্বচরিত্র। বড়ি রোদ্দুরে দিয়ে কাক তাড়ানো পিসিমা থেকে বাইনোকুলার কাঁধে মগডালে চক্ষুস্থির করে বসে থাকা পিন্টুদা পর্যন্ত সকলেই কিন্তু আদতে পাখির মহিমায় ধরা দিয়েছেন। পাখি বিনে আমাদের এ জগৎসংসার অসার-অপার। আজ পাখি দেখার গল্প শোনাচ্ছেন ঐন্দ্রিলা সরকার।

লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *