চোখ খুলে দেহাতি ভোর দিয়ে শুরু
কী সব মায়ামমতা ছিল জাদুদিনগুলোয়
একটু হাওয়া দিলেই পাতার পর পাতা
উলটে যায়…
মেট্রোর তাড়া, দুপুরের মাল্টিপ্লেক্স ছাড়িয়ে
ঝিমঝিমে অল্প আঁচের সন্ধে…
ততদিনে প্রেমিকারা প্রথম বিশ্বের বাসিন্দা
আর আমাকে লাঙল নিয়ে মাঠে যেতে হয়

পড়ানোটা জীবিকা হলেও আসল নেশা বই পড়া। প্রথম ভালোবাসা কবিতা। কবিতা লিখতেই বেশি স্বচ্ছন্দ। দু'টি ক্ষীণকায় বই তার সাক্ষ্য বহন করছে - প্রতিপক্ষ হেরে যাচ্ছে এবং টেগোর সাব অথবা ছিন্নপত্র। আড্ডা দেওয়াটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। অলমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *