এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে বলা চলে টেলিভিশনের অস্কার। পশ্চিমের বিনোদন দুনিয়ার অ্যাওয়ার্ড সিজনের শুরুও এই এমি অ্যাওয়ার্ড দিয়েই। এবছর এই অনুষ্ঠানে দেখা মিলল এক গোছা বলিউডি তারকার। সেক্রেড গেমস্, লাস্ট স্টোরিজ, ম্যকমাফিয়া ওয়েব সিরিজে অভিনয় এবং পরিচালনার জন্য় মনোনিত হন রাধিকা আপতে, নওয়াজউদ্দিন সিদ্দিকি, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, করণ জোহর প্রমুখ।

লাস্ট স্টোরিজ সিরিজে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হন রাধিকা আপতে কিন্তু শেষমেশ সেই পুরস্কার জিতে নেন হাঙ্গেরির অভিনেত্রী মারিয়া গেরা। নওয়াজউদ্দিন অভিনীত ম্যাকমাফিয়া সিরিজটি শ্রেষ্ঠ ড্রামা সিরিজের শিরোপা জিতে নেয়। অনুরাগ কাশ্যপ পরিচালিত সেক্রেড গেমস্ সিরিজটিও শ্রেষ্ঠ ড্রামা সিরিজের দৌড়ে ছিল।  যদিও ভারতীয় কোনও সিরিজ এবারে কোনও পুরস্কার জেতেনি, এবারের এমি অনুষ্ঠান নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এর আগে কখনও একসঙ্গে এতজন ভারতীয় তারকাকে মনোনয়ন পেয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।

নেটফ্লিক্সে প্রকাশিত প্রথম ভারতীয় সিরিজ হিসেবে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে প্রচন্ড সাড়া ফেলে সেক্রেড গেমস্। সিঙ্গাপুরে এক সমাবেশে নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট টড ইয়েলিন বলেন সেক্রেড গেমস্-এর দর্শকদের প্রতি তিনজনের মধ্যে দুজন ভারতের বাইরের। জনপ্রিয়তায় এই সিরিজকে ‘ডার্ক’ নামক জার্মান সিরিজের সঙ্গে তুলনা করেন তিনি।

স্বতন্ত্র‚ চমকপ্রদ ও মন ভালো করা খবর পেশ করার চেষ্টা করি আমরা | প্রতিবেদন বিষয়ে আপনাদের মতামত জানান 'কমেন্ট' বক্সে | আপডেট পেতে ফলো করুন https://www.facebook.com/banglaliveofficial/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *