বিয়ে না করেই সন্তানের জন্ম দেওয়া বা কুমারী অবস্থায় মাতৃত্ব আজও মেনে নিতে নারাজ আমাদের সমাজ| কল্কি কেঁকলার কথাই ধরুন| ৩৫ বছরের অভিনেত্রী বিয়ে ছাড়াই মা হতে চলেছেন| আর তা কিছুতেই মেনে নিতে পারছে না অনেকেই| সম্প্রতি একটা সাক্ষাৎকারে কল্কি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই কারণে ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে|

২০১১ সালে কল্কির বিয়ে হয়েছিল পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে| পরে সেই বিয়ে ভেঙে যায়| কিছুদিন আগে কল্কি নিজেই তাঁর এখনকার প্রেমিক গাই হার্সবার্গকে সামনে আনেনে| গাইয়ের সন্তানেরই মা হতে চলেছেন উনি| কল্কি জানিয়েছেন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ওঁকে প্রশ্ন করা হয় ওঁর স্বামী সম্পর্কে| এ ছাড়াও সোশ্যাল মিডিয়াতেই অনেকেই ওঁকে এই সময় টাইট পোশাক না পরার ও পরামর্শ দিয়েছেন|

ট্রোলিং এর সামনে পড়ে কল্কি অবশ্য ভেঙে পরেননি| উনি জানিয়েছেন আগেও উনি ট্রোলিং-এর শিকার হয়েছেন| বলেছেন, ‘আজকাল সেলিব্রিটিদের ট্রোলিং করাটা অভ্যাসে দাঁড়িয়েছে নেটিজেনদের| অবশ্য সেলিব্রিটি না হলেও ট্রোলিং-এর শিকার হতে হয় অনেককেই| নিজের মতামত প্রকাশ করলেই কেউ না কেউ তাঁর বিরুদ্ধে কথা বলবে| তাই আমি কিছু মনে করি না|’

উনি আরও যোগ করেন ‘আমাকে যারা ট্রোল করে আমি তাদের চিনি না| তাই আমার কিছু এসে যায় না| অন্যদিকে আমার আশেপাশে যাঁরা থাকেন যেমন আমার সহকর্মীরা‚ আমার পড়শিরা তাঁরা কিন্তু আমাকে যতটা পারেন সাহায্য করার চেষ্টা করেন| এমনকি আমার বাড়ি পাশে কয়েকজন আন্টি থাকেন তাঁরা মাঝে মধ্যেই আমার খোঁজ নিতে আসেন|’

কল্কি আর গাই হার্সবার্গ-এর সম্পর্ক দু-বছরের| গতমাসে কল্কি নিজের মুখেই গর্ভাবস্থার কথা ঘোষণা করেন| তার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে উনি নিজের বেবিবাম্পেরও ছবি দেন মাঝে মধ্যেই| অভিনেত্রীর এখন দ্বিতীয় ট্রায়মেস্টার চলছে| উনি নিজেই জানিয়েছেন এই বছরের শেষ গোয়াতে ‘ওয়াটার বার্থ’-এর মাধ্যমে সন্তানের জন্ম দেবেন উনি|

কল্কি গর্ভাবস্থাতেও কাজে করছেন| এই মুহুর্তে উনি নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন| এই বছর ওঁকে ‘মেড ইন হেভন’ আর ‘সেক্রেড গেমস ২’ এই দু’টো ওয়েব সিরিজে দেখা গেছে|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *