বহু মহিলাই ব্রেস্ট বা স্তন ক্যান্সারের শিকার হন| ঠিক সময় ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থও হয়ে ওঠেন অনেকেই| কিন্তু শুনলে অবাক হবেন পুরুষরাও ব্রেস্ট ক্যান্সারের শিকার হন| আর মহিলাদের তুলনায় পুরুষদের বেঁচে থাকার হার অনেকেটাই কম| এমনটাই বলছে সমীক্ষা|

আমেরিকার ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির বিজ্ঞানী জিয়াও ওই সুই বহু দিন ধরে এই নিয়ে গবেষণা করছেন | ওঁর কথায় ‘ন্যাশনল ক্যান্সার ডেটাবেস থেকে স্পষ্ট যে মহিলাদের থেকে পুরুষদের সুস্থ হওয়ার হার বেশ কম| এর জন্য দায়ী পুরুষদের অস্বাস্থ্যকর জীবনযাপন| এ ছাড়াও দেখা গেছে মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে চিকিৎসা জটিল রূপ ধারণ করে| এর জন্যেও দায়ী পুরুষদের অস্বাস্থ্যকর জীবনযাত্রা|’

এগারো বছর ধরে করা সমীক্ষায় দেখা গেছে মহিলাদের তুলনায় পুরুষদের মৃত্যুর হার ১৯% বেশি|

বিজ্ঞানী সু জানিয়েছেন ব্রেস্ট ক্যান্সারে যারা ভুগছেন তারা হরমোনাল চিকিৎসার দ্বারা আরোগ্য লাভ করতে পারেন| কিন্তু দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে এই চিকিৎসা লাভজনক হলেও পুরুষদের ক্ষেত্রে তা হয় না|

উনি জানিয়েছেন পুরুষরা এই ধরনের হরমোনাল ট্রিটমেন্টে সাড়া দেন না তার প্রধান কারণ তাদের অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন স্মোকিং‚ মদ্য পান‚ অবেসিটি এবং যোগ ব্যায়াম না করার অভ্যাস|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *