এ দেশে হোক বা বিদেশ‚ বাঙালি আড্ডা মারতে বড়ই ভালবাসে| তাই হয়তো  ইউকে-তে অবস্থিত স্লাউ-এর বাঙালিরা তাঁদের বাঙালি অ্যাশোসিয়শনের নাম দিয়েছেন ‘আড্ডা’| আর এই বছর প্রথম বার ৪-৭ অক্টোবর স্লাউ ক্রিকেট ক্লাবে আড্ডা-র হাত ধরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজো| আড্ডা-র প্রতিষ্ঠা হয় ২০১২ সালে‚ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের জন্য আড্ডা বেশ পরিচিত| ওঁদের অনুষ্ঠিত কালী পুজো এবং সরস্বতী পুজো বিখ্যাত| এ ছাড়াও প্রতি বছর ক্রিকেট‚ ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অয়োজন করার জন্যেও আড্ডা-র খ্যাতি আছে| শুধু বাঙালিরাই নয় অন্য সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে| গত বছর উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি| এব ছর এমএস ধোনির ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়েছে আড্ডা| এ ছাড়াও যুক্তরাজ্যের বুকে বাংলা ছবির প্রচারও করে আড্ডা| নিয়মিত টলিউডের তারকারা সেখানে উপস্থিত থাকেন ও দর্শকের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন|

এই বছর দুর্গা পুজো নিয়ে কথা বলতে গিয়ে আড্ডা-র প্রেসিডেন্ট নীলোৎপল মন্ডল জানিয়েছেন ‘আমাদের কালী পুজো খুবই বিখ্যাত| অনেকেই দুর্গা পুজো করার অনুরোধ জানিয়েছেন| তাই অবশেষে এই বছর দুর্গা পুজোর আয়োজন করতে পেরেছি| এইখানকার মানুষরাও আমাদের পাশে দাঁড়িয়েছেন|’

অন্য দিকে আড্ডা-র এক জন সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন ‘বিদেশে যে কোনও পুজো কমিউনিটি হল বা হোটেলে অনুষ্ঠিত হয়| আমরা প্রথম বার এখানে প্যান্ডেল বানিয়ে পুজো করছি| শুধু বাঙালিরাই নয় এই কাজে আমাদের অসমিয়া‚ রাজস্থানি‚ উড়িয়া ও গুজরাতি সম্প্রদায়ের মানুষরাও সাহায্য করছেন| এ ছাড়াও স্থানীয় শিল্পীরাও আমাদের পাশে আছেন| প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া গর্গ তাঁর কালেকশন প্রদর্শন করবেন|’

ঐন্দ্রিলা উপাধ্যায়‚ অন্য এক জন সদস্য, জানিয়েছেন ‘আমাদের আয়োজন করা ইভেন্টে বিভিন্ন খাবারদাবারের ও ব্যাবস্থা থাকে| খাবারের গুণমান এতটাই ভাল যে একটুও খাবার পড়ে থাকে না| তাই আমরা দুর্গা পুজোর সময় একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করব|’ পুজোর ভোগে থাকবে খিচুড়ি/পোলাউ/লুচি‚ পাঁচ রকমের ভাজা‚ তরকারি‚ চাটনি‚ পায়েশ এবং মিষ্টি| এ ছাড়াও বিভিন্ন খাবারদাবারের ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের জন্য|

খাওদাওয়ার পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও| এই বিষয়ে কথা বলতে গিয়ে ইন্দ্রাণী দাসগুপ্ত ও এষা চক্রবর্তী জানিয়েছেন তাঁরা বাংলা সংস্কৃতি প্রচার করার চেষ্টা করেন| শুধু মাত্র বড়রাই নয় ছোটরাও গান‚ নাচ‚ নাটক-এ অংশগ্রহণ করবে| এ ছাড়াও সোমনাথ ঘোষ জানিয়েছেন গায়িকা পরমা ব্যানার্জি উপস্থিত থাকবেন|

অবশ্য কেবল দুর্গা পুজোতেই থেমে নেই আড্ডা-র সদস্যারা| পুজোর পর বড় করে বিজয়া সম্মিলনীর ও আয়োজন করবেন তাঁরা| বলিউডের গায়ক জুবিন গর্গ বিজয়া সম্মিলনীতে পারফর্ম করবেন| এ ছাড়াও ১৯ অক্টোবর বাংলা ছবি ‘পাসওয়ার্ড’-এর প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে| তাতে উপস্থিত থাকবেন ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও ছবির নায়ক দেব ও নায়িকা রুক্মণী মৈত্র|

পুজোর পৌরহিত্য করবেন বার্মিংহ্যামবাসী সম্রাট চক্রবর্তী| কলকাতার পুরোহিত পরিবারের ছেলে উনি | পুজোর কাজকর্ম উনি ওঁর বাবার কাছ থেকে শিখেছেন| সম্রাট ইতিমধ্যেই লক্ষ্মী পুজো ও সরস্বতী পুজোর পৌরহিত্য করার জন্য পরিচিত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *