সময়: 45 মিনিট

উপকরণ

মাংস – ৫০০ গ্রাম ছোটো টুকরো করা
দই – ১৫০ গ্রাম
পেঁয়াজ – ২টো কুচোনো
দারচিনির টুকরো – ৩/৪টে
লবঙ্গ – ৫/৬টা
ছোটো এলাচ – ৫/৬টা
তেজপাতা – ২/৩টে
আদাবাটা – ১ চা চামচ
গোলমরিচ – আস্ত ৫/৬টা
রসুন – ৭/৮টা কুচোনো
চিনি – ১/২ চা চামচ
কাঁচালঙ্কা – ৪/৫টা চেরা
ঘি অথবা সাদা তেল – ৪ টেবিল চামচ
জাফরান – ১/২ চা চামচ

প্রণালী

জাফরান ১ চা চামচ হালকা গরম জলে ভিজিয়ে রাখুন| ভেজানো জাফরান চামচের পিঠ দিয়ে যতটা সম্ভব পিষে নিয়ে দই মসৃণভাবে ফেটিয়ে তাতে মিশিয়ে রাখুন| ঘি অথবা সাদা তেল গরম করে তাতে তেজপাতা‚ আদা‚ রসুন বাটা‚ গোলমরিচ‚ লবঙ্গ‚ এলাচ‚ দারচিনি‚ কাঁচালঙ্কা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে পেঁয়াজকুচি ও মাংসের টুকরো দিন| হালকা বাদামি রঙ ধরলে নুন‚ চিনি দিন| জল গরম করে মাংসতে দিন| সিদ্ধ হয়ে জল শুকিয়ে এলে দই জাফরানের মিশ্রণটা মেশান| ভালো করে মিশিয়ে দু-চারবার ফুটিয়ে নামিয়ে নিন|

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *