বেশ কয়েক বছর ধরেই আনারকলি সালোয়ার কামিজ ভারতীয় ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে| তবে দেখা গেছে প্রতি বছরেই কোনও না কোনও নতুন স্টাইল যোগ করা হয়েছে এই ভারতীয় পোশাকে| আনারকলি স্যুট এত কেন জনপ্রিয় জানেন? কারণ আপনি মোটা হন বা রোগা সব ধরনের শরীরেই দারুণ দেখায় এই পোশাক| দুর্গা পুজো উপলক্ষে আনারকলি সালোয়ারকে ১০ রকম ভাবে কী করে পরা যাবে আজকে রইলো তার হদিস|

জ্যাকেট আনারকলি : এর জন্য নতুন আনারকলি সালোয়ার না কিনলেও চলবে| শুধু দরকার কনট্রাস্ট কালারের একটা এথনিক জ্যাকেট| পুরনো আনারকলির ওপর এই জ্যাকেট পরে নিন তা হলেই হবে|

কাট আউট শোল্ডার আনারকলি : একটু নতুনত্ব আনতে আপনি কাট আউট শোল্ডার আনারকলি স্যুট কিনতে পরেন|

কেপ আনারকলি ড্রেস : ভারতীয় এবং ওয়েস্টার্ন দু’ধরনের পোশাকের সঙ্গে কেপ বা কাঁধ থেকে নেমে এসেছে এমন লম্বা কোট দারুণ মানায়| একটা নেটের কেপ কিনে নিয়ে আনারকলির সঙ্গে টিম করুন‚ একদম নতুন লুক পাবেন|

পালাজো/স্কার্ট আনারকলি : আনারকলির সঙ্গে চুড়িদার না পরে পালজো পরতে পারেন| বা লং স্কার্টের সঙ্গেও আনারকলি দারুণ দেখায়|

আনারকলি গাউন : আনারকলি স্যুটকে অনায়াসে গাউন হিসেবেও পরতে পারেন| তবে মনে রাখবেন আনারকলির ঝুল যদি মাটি অবধি হয় তাহলেই এটা গাউন হিসেবে ব্যবহার করার কথা ভাবুন|

প্রি স্টিচড দুপাট্টা আনারকলি : এই পুজোয় একটু অন্য রকম যদি স্টাইল করতে চান তা হলে আগের থেকে পোশাকের সঙ্গে লাগানো ওড়না ট্রাই করতে পারেন| একদম অভিনব স্টাইল স্টেটমেন্ট হবে|

কলার আনরকলি স্যুট : গলাবন্ধ আনারকলি ট্রাই করতে পারেন| আর গলার কাছে যদি জরি বা বিভিন্ন রঙের সুতো দিয়ে কাজ করা থাকে তা হলে আরও ভাল হয়|

বেল্ট আনারকলি : এই স্টাইল এখন খুব ট্রেন্ডিং| এর জন্য এক কাঁধে ওড়না নিয়ে কোমরে ওড়না শুদ্ধ বেল্ট লাগান |

কনট্রাস্ট দুপাট্টা : আনারকলি শ্যুটের সঙ্গে যে ওড়না দিয়েছে তা না নিয়ে অন্য কোনও কনট্রাস্ট কালারের ওড়না নিতে পারেন |

ফ্রন্ট স্লিট আনারকলি : টিন এজার বা অল্প বয়েসী তরুণীদের জন্য এই স্টাইল একদম পারফেক্ট | এই ধরণের আনারকলির সামনের দিকটা কাটা থাকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *