পুজোর আর মাত্র ক’টা দিন বাকি। কেনাকাটা নিশ্চয় শুরু করে দিয়েছেন। পুজোর পাঁচ দিনের জন্য পাঁচ রকম সাজও ভেবে রেখেছেন। শাড়ি, কুর্তা, পালাজো, স্কার্ট সব হাতের কাছে রেডি। মেক-আপ নিয়েও বিস্তর এক্সপেরিমেন্ট করে ফেলেছেন নিশ্চয়। সব তো হল, কিন্তু তার কথা কি ভেবেছেন একবারও, যে ঠিকঠাক না হলে পুজোয় ঘোরাটাই মাটি হয়ে যাবে? জুতোর কথা বলছি। আরে বাবা! পোশাকের সঙ্গে জুতোটা জুতসই না হলে কী করে চলবে বলুন তো! ঠাকুর দেখার সময় ফ্ল্যাট জুতোর বিকল্প নেই ঠিকই, কিন্তু অষ্টমীর দিন একটা দারুণ চান্দেরী পরলেন, তার সঙ্গে কি আর স্পোটর্স শু মানাবে? তাই জুতোর কেনাকাটা করতে হবে মন দিয়ে। হেঁটে হেঁটে ঠাকুর দেখার সময় নয় স্যান্ডল পরলেন, তাতে যে কম ভ্যারাইটি হয় তা কিন্তু আবার ভাববেন না। সে প্রসঙ্গে নয় পরে আসছি। পুজো মানে তো আর শুধুই ঠাকুর দেখা নয়, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, রেস্তরাঁয় খেতে যাওয়া, প্রেমিকের সঙ্গে কফি ডেট, এগুলো তো পুজোরই অনুষঙ্গ। তা হলে তখন তো হিল পরতেই পারেন। তাই বলি কি মিলিয়ে মিশিয়ে জুতো কিনিন। বাহারি স্য়ান্ডল থেকে প্ল্যাটফর্ম, তবেই না হয়ে উঠবেন শো থুড়ি শু-স্টপার! জুতোর অপশন দিলাম আমরা, পছন্দ করার পালা আপনাদের।

১। ব্লিং ইজ ইন

জরি, চুমকির সাজ কোনওদিন পুরনো হয়না। জরদৌসী শাড়ি বা ক্রিস্টাল বসানো লহেঙ্গা তো আছেই, তবে এখন সময় বিজুয়েলড জুতোর। বিশেষ করে যাঁরা খুব একটা চকমকে পোশাক পরতে পছন্দ করেন না, তাঁরা বেছে নিতে পারেন এই ধরনের জুতো। সাধারণ পোশাকের সঙ্গে এই জুতো একাই একশো। হিল থেকে ফ্ল্যাট সব রকম বিজুয়েলড জুতোই পাওয়া যায়।

২। স্কাই হাই প্ল্যাটফর্ম

যাঁরা বিল পরতে পছন্দ করেন, অথচ স্টিলোটজ পরতে চান না, তাঁদের জন্য আদর্শ অপশন স্কাই হাই প্ল্যাটফর্ম। পুজোর সময় এই ধরনের জুতো পরতে হাঁটতে পারবেন। মোটা হিল হওয়ায় শরীরের ভারসাম্য বজায় রাখা সহজ হয়। যাঁরা বেঁটে তাঁদের জন্যেও দারুণ।

৩। অ্যাঙ্কল র‌্যাপ পাম্পস

অনেকটা বেল্ট দেওয়া জুতোর আধুনিক সংস্করণ বলতে পারেন। সরু-মোটা দু’ধরনের হিলই হতে পারে। এর প্লাস পয়েন্ট র‌্যাপিং স্টাইল। গোড়ালি শক্ত করে ধরে রাখে ফলে অনায়াসে ছুটোছুটি করতে পারেন। পড়ে যাওয়ার ভয় নিতান্তই কম! হাঁটাহাঁটি করলেও পায়ে চাম পড়ে কমে।

৪। গ্রিন ইজ দ্য নিউ ব্ল্যাক

জুতোয় কালো, ব্রাউন, মেরুন রং চিরন্তন। যাঁরা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন না, তাঁদের পয়লা পছন্দের রং এঁরাই। কিন্তু কতদিন আর একঘেয় জুতো পরবেন আৎ কেনই বা পরবেন। একটু সাহসী হয়ে দেখুন না। এই সিজনের লেটেস্ট ট্রেন্ড এমারেল্ড গ্রিন অর্থাৎ পান্না সবুজ রঙের জুতো। বেশি না ভাবে পরে ফেলিন। শুধু পোশাকের রঙের দিকে একটু নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *