প্রায় এক বছর ধরে ঋষি কপূর নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন| উনি নিজের মুখেই জানিয়েছেন ওঁর বোন ক্যান্সার হয়েছিল এবং চিকিৎসার পর এখন উনি অনেকেটাই ভাল আছেন| আজ উনি ৬৭ বছরে পা দিলেন| ইতিমধ্যেই অনেকেই ওঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন| শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি উনি আবার দেশে ফিরে আসবেন| সম্প্রতি একটা সাক্ষাৎকারে নীতু কপূর জানিয়েছেন ঋষি কপূরের ক্যান্সার হয়েছে জানার পর ওঁর এবং ওঁদের পুত্র রণবীর কপূরের প্রতিক্রিয়া কী হয়েছিল| 

নীতু কপূর জানিয়েছেন ‘খবরটা শুনে আমি প্রথমটায় ভেঙে পড়েছিলাম| আমরা বুঝতে পারছিলাম না কী করব| কয়েক দিন পরে অবশ্য আমরা পরিস্থিতির মোকাবিলা করার সিদ্ধান্ত নিলাম| অন্য দিকে ঋষি কিছুতেই মানতে চাইছিল না ওর ক্যান্সার হয়েছে| চার পাঁচ মাস ঋষি নিজের মধ্যে ছিল না| পরে অবশ্য ও নিজের পরিস্থিতি বুঝতে পারে এবং লড়াই করার সিদ্ধান্ত নেয়| ‘

নীতুর মতোই এই খবর শুনে রণবীরও ভেঙে পড়েছিলেন| নীতুর কথায় ‘রণবীর আসার পর ওকে বললাম “তোমাকে কিছু কথা জানানোর অছে তোমার বাবার বিষয়ে’| তার পর পুরো বিষয়টা ওকে জানাই| শুনে কেঁদে ফেলেছিল রণবীর| ও প্রথমে বিষয়টা বিশ্বাসই করতে পারছিল না| এক ঘন্টা বাদে ও বলল ‘ লড়াই তো করতেই হবে|’ নীতু কপূর আরও জানান‚ তাঁরা প্রথমে দিল্লি পরে নিউ ইয়র্কে চিকিৎসার জন্য উড়ে যান|

বেশ কিছু দিন আগে মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি কপূর জানিয়েছিলেন ‘এই সময়টা আমার কাছে বড় কঠিন সময়| তবে আমার স্ত্রী নীতু আর দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা আমার পাশে সব সময় আছে| আমি ওদের কাছে কৃতজ্ঞ| আমি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি|’

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *