কিছু দিন ধরে অভিনেত্রী কল্কি কেঁকলা লাভ লাইফ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। এ বার অভিনেত্রী স্বয়ং প্রকাশ্যে আনলেন তাঁর প্রেমিক গাই হার্সবার্গের ছবি। নিজের ইনস্টাগ্র্যামে গাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কল্কি। ছবিতে দেখা যাচ্ছে সুন্দর নিরিবিলি সমুদ্র সৈকতে কল্কির গালে চুমু খাচ্ছেন গাই। কল্কি ক্যাপশন দিয়েছেন, ‘ইটস অলওয়েজ সান্ডে হোয়েন আই অ্যাম উইথ মাই ফেভারিট কেভম্যান।’ দু’জনেকেই দারুণ লাগছে ক্যাজুয়াল পোশাকে।

২৯ বছরের গাই জেরুসালেমের বাসিন্দা। পেশায় হারমনি ও পিয়ানোর শিক্ষক। এ ছাড়াও সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত। কল্কির সঙ্গে বছর দুয়েক আগে ওঁর আলাপ হয়। প্রথমে বন্ধুত্ব আর তার পর প্রেম। কল্কির পেশার খাতিরে গাই এখন মুম্বইতেই থাকেন। মেহলি-মেহতা ফাউন্ডেশনে যোগ দিয়েছেন সঙ্গীতের কোচ হিসেবে।

কল্কি এর আগে বিয়ে করেছিলেন পরিচালক অনুরাগ কশ্যপকে ২০১১ সালে। তবে সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু এখনও অনুরাগ ও কল্কির সম্পর্ক সুন্দর। একে অপরকে সম্মান করেন। একে অপরের কাজও পছন্দ করেন। আমরা আশা করব গাই আর কল্কি যেন এ ভাবেই এক সঙ্গে থাকেন।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *