২০১৯-এ নিজের রাজনৈতিক জীবনের শুরু করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তা নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি। পার্লামেন্টে শপথ গ্রহণের সময় জিন্স পরা থেকে শুরু করে গ্লাভস পরে আম জনতার সঙ্গে হাত মেলানো, সব ক্ষেত্রেই মিমিকে চরম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এখন অবশ্য সেই সব সামলে মিমি জোর কদমে কাজ করছেন।

তবে অনেক দিন হয়ে গেল মিমিকে রুপোলি পর্দায় দেখা যাচ্ছে না। শেষ অভিনয় করেছিলেন শগুপ্তা রফিক-এর ছবি ‘মন মানে না’-তে। বিপরীতে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। মিমির পরবর্তী ছবি একটি থ্রিলারধর্মী ছবি। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করবেন তিনি। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই নিজের নতুন প্রজেক্ট ঘোষণা করলেন মিমি। না, নতুন কোনও ছবি নয়, বরং উনি শুরু করতে চলেছেন নিজের ইউ টিউব চ্যানেল। নিজেই সে কথা টুইট করেছেন। জানিয়েছেন, “ দীর্ঘ দিন ধরে নিজের চ্যানেল খোলার কথা ভাবছিলাম। দিন-রাত জেগে, মিটিং, আলোচনা করে অবশেষে আমার স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে। খুব শীঘ্রই আপনারা আমায় দেখতে পাবেন একেবারে অন্য রূপে আমার নিজের ইউ টিউব চ্যানেলে।” তাঁর প্রথম প্রজেক্টের ফার্স্ট লুকও এ দিন প্রকাশ করেন তিনি।

এ ছাড়াও মিমি জানিয়েছেন, বেশ কিছু অন্য রকম সিনেমা করার কথা ভাবছেন তিনি। দু-তিনটে চিত্রনাট্য শুনছেন। খুব শিগগিড়ি তাঁর আগামী ছবির কথা ঘোষণা করবেন। নিজের ইউ টিউব চ্যানেল নিয়ে বেজায় আশাবাদী মিমি। মনে করছেন দর্শকরা তাঁর এই নতুন অবতার নিশ্চয় পছন্দ করবেন। এর আগে অভিনেত্রী আলিয়া ভট্টও নিজের ইউ টিউব চ্যানেল খুলেছেন।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *