বাংলা টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় শো ‘দুর্গা’কে নতুন মোড়কে নিয়ে আসছে স্টার জলসা। ২ সেপ্টেম্বর থেকে দর্শক দেখবেন নতুন ধারাবাহিক ‘দুর্গা দুর্গেশ্বরী’। ২০০৮ সালে এই চ্যানেলেরই ‘দুর্গা’ সিরিয়ালে ডেবিউ করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। চ্যানেলের তরফে নতুন ধারাবাহিকের প্রোমো লঞ্চে সন্দীপ্তাই নতুন দুর্গাকে দর্শকের সঙ্গে আলাপ করান। অভিনেত্রীর নাম সম্পূর্ণা মণ্ডল। দর্শককে ‘দুর্গা’র স্মৃতি উসকে দেওয়ার দায়িত্ব পড়েছে এই কিশোরী অভিনেত্রীর উপরেই।

সম্পূর্ণাকে এর আগে দেখা গিয়েছিল জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে। সেখানে রাসমণির কন্যা জগদম্বার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। প্রসঙ্গত, ‘রানী রাসমণি’র কাজ হঠাৎই ছেড়ে দেন সম্পূর্ণা। তখনই শোনা গিয়েছিল, তিনি অন্য কোনও ধারাবাহিকে লিড চরিত্র করবেন বলেই জি বাংলার সিরিয়ালটি ছেড়ে দিয়েছেন। তবে সেই শো যে স্টার জলসার, সে কথা তখনও জানাজানি হয়নি। ঘটনাচক্রে ‘দুর্গা দুর্গেশ্বরী’ যে সময়ে দেখানো হবে, ‘রানী রাসমণি’ও সেই টাইম স্লটেই দেখানো হয়। কয়েক সপ্তাহ আগেই টিআরপি-র নিরিখে দ্বিতীয় নম্বরে ছিল ‘রানী রাসমণি’। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিককে পিছনে ফেলে সেই জায়গা দখল করে নিয়েছে জি বাংলারই আর এক ধারাবাহিক ‘ত্রিনয়নী’। নতুন শো এখন ‘রাসমণি’র সঙ্গে পাল্লা দিয়ে টিআরপি-র নিরিখে কত নম্বরে থাকে, সেটাই দেখার। প্রসঙ্গত, ‘আলোয় ভুবন ভরা’ ধারাবাহিকের অভিনেত্রী রোশনি ভট্টাচার্য এই মুহূর্তে ‘রাসমণি’তে জগদম্বার চরিত্রটি করছেন।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *