কয়েক মাস আগে সোশ্য়াল মিডিয়ায় অর্জুন কপূর, মালাইকা অরোরার সঙ্গে নিজের সম্পর্ক স্বীকার করে নিয়েছেন | আর সেই থেকেই ওঁরা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তাই নিয়ে জল্পনার শেষ নেই | শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন ও মালাইকা | এমনকি বিয়ের পর যে বাড়িতে ওঁরা থাকবেন সেটাও নাকি কেনা হয়ে গেছে ওঁদের | তবে বিয়ের ব্যাপারে এখন অবধি মুখ খোলেননি অর্জুন বা মালাইকা |

সম্প্রতি অর্জুন ও মালাইকার সম্পর্ক নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয় অর্জুনের বোন অনশুলা কপূরকেও | উত্তরে উনি বলেন, ‘অর্জুন কপূর আমার থেকে ছ’ বছরের বড় | দাদাকে এই ব্যাপারে প্রশ্ন করতে আমার অস্বস্তি হয় | তাই এই ব্যাপারে কোনও প্রশ্নের উত্তর দিতে আমি পারব না |’

শোনা যায়, অর্জুন কপূরের জন্যেই নাকি মালাইকা অরোরা ও আরবাজ খানের সম্পর্কে চিড় ধরে | এক সময়ে অর্জুনকে নিজের ছোট ভাইয়ের মত স্নেহ করতেন সলমন খান | কিন্তু যবে থেকে আরবাজ-মালাইকার বিচ্ছেদ হয়েছে, অর্জুনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে সলমনের |

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *