এ বার অভিনেত্রী দর্শনা বণিককে দেখা যাবে বলিউডের একট ছবিতে। জয় কৃষ্ণন-এর মালয়ালি ছবি ‘এজরা’ র হিন্দি রিমেকে দর্শনা অভিনয় করবেন ইমরান হাশমির বিপরীতে। তিন বছর পর এজরা-র সঙ্গে আবার হরর ছবিতে ফিরছেন ইমরান। বলিউডে ব্রেক পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মডেল-অভিনেত্রী। ছবিতে ইমরান এবং দর্শনা ছাড়াও অভিনয় করবেন মানব কউল, নিকিতা এবং ইমাদ শাহ। গোটা ছবির শুটিং হবে মুম্বই এবং মরিশাসে।

দর্শনা জানালেন, তাঁর চরিত্র নিয়ে তিনি বেজায় উত্তেজিত। অডিশন দিয়েই ছবির কাজটি পেয়েছেন নায়িকা। তবে এখনই চরিত্র  নিয়ে বেশি কিছু বলতে চান না। মরিশাসে ফার্স্ট শিডিউলের শুটিং সেরে আপাতত   বিরতিতে আছেন। বললেন, “ছবির পরিচালক ফেসবুকে আমাকে দেখে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তার পরে অডিশন দিই, একটা মিটিং হয়, লুকসেট করা হয় এবং ছবির কাজ শুরু করি।” ইমরানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বললেন, “ইমরান খুবই শান্ত। রিজার্ভড। উনি  যে একজন স্টার, সেটা ওঁর হাবেভাবে বোঝার উপায় নেই। পেশাদারি কথাবার্তা হয়েছে ওঁর সঙ্গে। কথা বলে বেশ ভাল লেগেছে।”   

বাংলাতেও পরপর বেশ ক’টি ছবি করলেন দর্শনা। রাজীব বিশ্বাসের কমার্শিয়াল ছবি ‘প্রতিঘাত’-এ সোহম এবং প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া ‘হুল্লোড়’ এবং ‘ষড়রিপু টু’তেও কাজ করেছেন তিনি। জানালেন, অক্টোবর পর্যন্ত ‘এজরা’ ও অন্যান্য কাজে ব্যস্ত থাকবেন বলে এই মুহূর্তে অন্য কোনও ছবির কাজে হাত দিতে পারছেন না। নভেম্বরে আবার নতুন ছবির কথা ভাববেন। 

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *