আজ সকালে কলকাতার সাউথ র্পোট থানা এলাকায় কার্ল মার্ক্স  সরণীর একটি  ফ্ল্যাট থেকে 
পুলিশ দুই প্রৌঢ় ভাইয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে  এবং  তাঁদের  বোনকে একই ঘর থেকে
অচৈতন্য  অবস্থায়  উদ্ধার করে  এস এস কে  এম হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা  মৃত বলে ঘোষণা করেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা  পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ  দরজা ভেঙে  ভিতরে ঢুকে,দুই  ভাই  এর পচা গলা দেহ দেখতে পায়।   দুই ভাই  এর নাম,ত্রিলোকিপ্রসাদ গুপ্তা, বয়স ৫৯, ভোলা প্রসাদ গুপ্তা, বয়স  ৫৬। বোন শান্তি  গুপ্তার  বয়স৫৪।  ডিসি র্পোট  সৈয়দ ওয়াকার রাজা  জানান , আপাতদৃষ্টিতে  ধস্তাধস্তি র চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে  দেহগুলি। পুলিশ ঘটনার  তদন্ত করছে ।

স্বতন্ত্র‚ চমকপ্রদ ও মন ভালো করা খবর পেশ করার চেষ্টা করি আমরা | প্রতিবেদন বিষয়ে আপনাদের মতামত জানান 'কমেন্ট' বক্সে | আপডেট পেতে ফলো করুন https://www.facebook.com/banglaliveofficial/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *