পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ‘ভিঞ্চিদা’র পর ফের একটি থ্রিলারের পরিকল্পনা করছেন। তবে এ বার নিজের ছবিরই সিক্যুয়েল বানাতে চলেছেন তিনি, নাম ‘দ্বিতীয় পুরুষ’। ২০১১ সালে ‘২২শে শ্রাবণ’ মুক্তি পেয়েছিল সৃজিতের পরিচালনায়। ছবি সফলও হয়।পরিচালক জানিয়েছেন, তার পর থেকেই বিভিন্ন মহল থেকে বার বার এই ছবির সিক্যুয়েলের দাবি এসেছে। সেই কারণেই  ‘দ্বিতীয় পুরুষ’ বানাচ্ছেন তিনি। এই ছবিতে অভিনয় করবেন রাইমা সেন এবং পরমব্রত  চট্টোপাধ্যায়, যাঁরা প্রথম ছবিতেও জুটি হিসেবে ছিলেন। বিশেষ ভূমিকায় থাকবেন আবীর চট্টোপাধ্যায়ও। তবে নতুন গল্প অনুযায়ী থাকছে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষের চরিত্র দু’টি।ছবিতে অভিজিৎ পাকড়াশীর চরিত্রে অভিনয় করবেনম পরমব্রত। রাইমা থাকছেন অমৃতা মুখোপাধ্যায়ের চরিত্রে। প্রথম ছবি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে পরের ছবির গল্প। এ ছবির প্রযোজকও স্বাভাবিক  ভাবেই ভেঙ্কটেশ ফিল্মস। পুজোর পরে শুটিং শুরু হবে ‘দ্বিতীয় পুরুষ’-এর।ভেঙ্কটেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই তাঁদের আগামী বছরের প্রথম ছবি হতে চলেছে। পরিচালকের বক্তব্য, দ্বিতীয় ছবিতে প্রথম ছবির তুলনায় বেশি রহস্য থাকবে। এখন এই সিক্যুয়েল প্রথম ছবির মতো সাফল্য পাবে কি না, তা সময়ই বলবে।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *