আগের পর্বের লিংক: খলিল জিব্রানের দ্য প্রফেট-এর অনুবাদ: [কথামুখ] [প্রেম] [বিবাহ] [সন্ততি] [দান ও দাক্ষিণ্য] [পান-ভোজন] [কাজ-কারবার] [দুঃখ ও সুখ] [ঘর-বসত] [পরিধেয়] [বিকি কিনি] [অপরাধ ও শাস্তি] [আইনসম্মত] [স্বাধীনতা]

যুক্তি ও আবেগ

আবার কথা বলে উঠে, সেই ধর্মযাজিকা অনুরোধ করল, যুক্তি এবং আবেগ সম্পর্কে কিছু বলুন আমাদের।

এবার উত্তরে তিনি বলতে লাগলেন:

আদতে, তোমার হৃদয়ই একটি যুদ্ধক্ষেত্র, যেখানে তোমারই যুক্তি ও বিচারবোধ বারংবার যুদ্ধ ঘোষণা করছে, তোমার ওই আবেগ ও স্পৃহার বিরুদ্ধে।

আমিও কি তোমার হৃদয়ে সেই শান্তিস্থাপক হতে পারব, যে এক সামগ্রিক মূর্ছনায় ঘুরিয়ে দেবে তোমার মৌলিক উপাদানগুলির বেসুর এবং প্রতিদ্বন্দ্ব? 

আর, আমি তা পারবই বা কী করে, যদি তুমি নিজেই তোমার নিজের শান্তিস্থাপক না হও, বিশেষত না ভালবাসো, তোমার নিজস্ব উপাদানগুলিকে? 

তোমার যুক্তি এবং তোমার আবেগ– দু’টিই তো সমুদ্র পারাপারে সেই দাঁড় আর পালের মতো

যদি তোমার পাল বা দাঁড়– কোনও একটাও ভেঙে পড়ে, তখন হয় তুমি উৎক্ষিপ্ত হবে আকাশে বা ভাসতে থাকবে দিশাহীন, আর তা না হলে, মাঝ সমুদ্রে নিশ্চল দাঁড়িয়ে যাবে, স্থাণুবৎ – পারাপারহীন। 

যুক্তিকেই যদি বেশি চেপে ধর, তো সে তোমাকে গতিহীন করে দেবে; আর আবেগকে  গুরুত্ব না দিলে, স্ফুলিঙ্গের মতো ধেয়ে এসে, তা তার নিজেরই ধ্বংসের কারণ হবে।

ফলে, তোমার হৃদয়, যুক্তিকেই এমন এক মহিমা দিক, যাতে তা সর্বোচ্চ আবেগ হয়ে গান গেয়ে ওঠে। 

যুক্তির সেই নির্দেশই আবেগকে পাঠাও, যাতে ওই আবেগও তার প্রতিদিনের পুনর্জন্মে চিরনবীন হয়ে ওঠে, ঠিক সেই ফিনিক্স পাখিটির মতো, যে নিজের ভস্ম থেকেই পুনরায় পায় এক নতুন শরীর।

তোমাকেও তাই বলব যে, তোমার বিচারবোধ ও অভিলাষ–  দু’দিকের কথাকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে, কারণ তোমার গৃহস্থালিতে তারা দু’জনেই যে মান্য অতিথি।

কোনও একজনকে অবহেলা করে অন্য অভ্যাগতটিকে তুমি নিশ্চিত বেশি খাতির দেখাবে না; কারণ, যে একজনের প্রতি বেশি মনোযোগী হয়, আসলে সে দু’জনেরই ভালবাসা এবং আস্থা হারায়।

পাহাড় পরিবৃত অঞ্চলে, শুভ্র পপলারের ছায়ায় বসে যখন তুমি, শান্তি ও স্নিগ্ধতার অংশভাক, তখনই মনে মনে নিঃস্বরে বোলও – “ঈশ্বরের বাস যুক্তি নির্ভরে।”

আর যখন ঝড় এবং ধেয়ে আসা প্রবল বাতাস জঙ্গল ঝাঁকিয়ে দেয়, আর বাজ ও বিদ্যুৎ ঘোষণা করে আকাশের মহিমা, তখনও শ্রদ্ধায় বিনত তোমার হৃদয় যেন বলে ওঠে, “ঈশ্বর সঞ্চরমান, আবেগেই।”

ঈশ্বরের এই বলয়ে, যেহেতু তুমিও এক শ্বাস এবং বনরাজিতেও অন্যতম একটি পাতা, তাই তুমি বিশ্রাম নাও যুক্তিতে এবং একই সঙ্গে আবার তোলপাড় হয়ে ওঠ তীব্র আবেগেও। 

Mandar Mukhopadhyay

আড্ডা আর একা থাকা,দুটোই খুব ভাল লাগে।
লিখতে লিখতে শেখা আর ভাবতে ভাবতেই খেই হারানো।ভালোবাসি পদ্য গান আর পিছুটান।
ও হ্যাঁ আর মনের মতো সাজ,অবশ্যই খোঁপায় একটা সতেজ ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *