বিশ্ব ঘিরেছে অতিমারী। কোটি কোটি মানুষের মৃত্যু, পরিযায়ী শ্রমিকের ক্ষুধার্ত এক্সোডাস, অর্থনৈতিক মন্দা, লাগাতার ছাঁটাইয়ে বিপর্যস্ত দুনিয়া। তবু ঘর থেকে বেরনো যাবে না। ঘরের বাইরে ওঁৎ পেতে আছে রোগ। অগত্যা ঘরে বসেই কালি কলমের চালাচালি আর গিটারের টুংটাং। অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, অনুপম রায় এবং শ্রীজাত তৈরি করেছেন গান। সুরে বেঁধেছেন অনুপম। আবহতে ব্রাজিলের মাইথন কাঁবাচ। চার দেওয়ালের অন্দরে নির্বাসিত শরীর-মনের কথা বলছে ‘নির্বাসনের গান।’

ভিডিও গ্যালারি

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।