আগের পর্বের লিংক: খলিল জিব্রানের দ্য প্রফেট-এর অনুবাদ: [কথামুখ] [প্রেম] [বিবাহ] [সন্ততি] [দান ও দাক্ষিণ্য] [পান-ভোজন] [কাজ-কারবার] [দুঃখ ও সুখ] [ঘর-বসত] [পরিধেয়] [বিকি কিনি] [অপরাধ ও শাস্তি] [আইনসম্মত] [স্বাধীনতা] [যুক্তি ও আবেগ] [যন্ত্রণা] [আত্মজ্ঞান] [শিক্ষা]

বন্ধুত্ব

এক যুবক বলল, বন্ধুত্ব বিষয়ে কিছু বলুন আমাদের।

উত্তরে তিনি বলতে থাকলেন:

তোমার যাবতীয় প্রয়োজনের উত্তরই হল, বন্ধু।

সে আসলে, তোমার সেই ফসল খেতটি, যেখানে তুমি বীজ বুনেছ এক নিবিড় ভালবাসায় এবং তা চয়নও করেছ কৃতজ্ঞতায়।

ও হল, তোমার এই খাবার টেবিলটি এবং ঘরের কোণে ওই আরাম পোহানোর আগুন।

ঠিক যার কাছটিতে তুমি এসে দাঁড়াও, তোমার খিদে নিয়ে, আর যাকে খোঁজ ওই উষ্ণতায় শান্তি পেতে। 

বন্ধু যখন মন খুলে তার কথাগুলি বলে, না তুমি দ্বিধা কর তোমার মনের অসম্মতি জানাতে, বা স্থগিত রাখ তোমার সম্মতি।   

এবং যখন সে নীরবও, তখনও তো তোমার হৃদয় তার নিরুক্ত স্বরটিও শোনা জারি রাখে।

কারণ, একমাত্র বন্ধুতাতেই তো সব ভাবনা, সব স্পৃহা, সব আকাঙ্ক্ষা নিরুচ্চারে জন্মাতে থাকে এবং তা বিনিময়ও হতে থাকে এক নিঃশর্ত আনন্দে।

আবার যখন বিচ্ছেদও ঘটে, তখনও তার মনে কিন্তু কখনও কোনও আঘাত দাও না তুমি।  

কারণ, বন্ধুটির অনুপস্থিতিতেই তো তুমি স্বচ্ছতর বুঝতে পারো যে, তার কোন বিশেষ  দিকটিকে তুমি ভালবাস, যেমন পাহাড়টিকে একমাত্র সমতল থেকেই, যে কোনও পর্বতারোহী, সঠিক আন্দাজ করতে পারে।  

তাই, কোনও উদ্দেশ্য চিহ্নে শর্তযুক্ত না করে , বন্ধুত্বের প্রাণ সত্তাটুকুই শুধু গভীরে প্রোথিত হোক। 

কারণ, নিজের রহস্য উন্মোচন না করে, ভালবাসা যখন কিছু চায়, তা কোনও ভালবাসাই নয়, উপরন্তু বিছানো এক জাল মাত্র; যাতে লোকসানটুকুই যা ধরা পড়ে। 

তাই বন্ধুকে দাও তোমার সেই সর্বোত্তম – পরমা ভালবাসা। 

তোমার প্রবহমানতায় যদি সে ভাঁটাটুকুই চিনে থাকে, তোমার বানভাসি বন্যাও তবে তাকে চিনতে দাও  । 

আলস্যে সময় কাটানোর জন্যই কি বন্ধুকে দরকার?

তাহলে, সর্বদা বাঁচার জন্যেও তাকে খোঁজ।

কারণ তার সাহচর্যে, তোমার চাহিদাগুলিও পূর্ণতা পাক, কিন্তু তা যেন রাশিকৃত শূন্যতা  কখনও না হয় ।

মাধুর্যের অবিরামে বন্ধুকে নিয়ে মেতে থাক সহর্ষ আমোদ, আর আনন্দের আদান প্রদানে।

শিশির ফোঁটার মতো অগণ্য ছোটখাটো জিনিসেই, হৃদয় তার সকালটি খুঁজে পায় আর তরতাজাও হয়ে ওঠে।  

Mandar Mukhopadhyay

আড্ডা আর একা থাকা,দুটোই খুব ভাল লাগে।
লিখতে লিখতে শেখা আর ভাবতে ভাবতেই খেই হারানো।ভালোবাসি পদ্য গান আর পিছুটান।
ও হ্যাঁ আর মনের মতো সাজ,অবশ্যই খোঁপায় একটা সতেজ ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *