আটল্যান্টিক বেয়ে নিউ ইয়র্কে পৌঁছে গেলেন ষোলো বছরের পরিবেশ-সংগ্রামী গ্রেটা

বুধবার বিকেল চারটেয় নিউ ইয়র্কে ম্যানহাটানের বন্দরে নামলেন গ্রেটা থুনবার্গ। ভারতীয় সময় রাত্রি সাড়ে বারোটা। পনেরো দিন আটলান্টিকের বুকে সহযাত্রী দলটিকে নিয়ে একটি ইয়টে ভেসে এসেছেন তিনি। ১৪ অগস্ট ব্রিটেনের প্লিমাথ থেকে মালিৎসা-২ নামের ইয়টটিতে রওনা দেন সুইডেনের এই ষোড়শী। ইয়টটি কার্বন-ফ্রি, মানে তার চলাচলের ফলে বায়ুমণ্ডলে একটুও কার্বন নিঃসৃত হয় না। প্রয়োজনীয় বিদ্যুৎ সে […]