শ্বেতপাথরের ডালিয়া

লকডাউনে হাঁটতে বেরিয়ে অনিরুদ্ধ আর রঞ্জার পছন্দের জায়গা হয়ে গিয়েছিল মার্কিন শহরের এক ছোট শান্ত কবরখানা। সেখানে ফুলের সমারোহ দেখতে দেখতে হাঁটত তারা। সেখানেই আলাপ অলিভিয়ার সঙ্গে। তারপর? লিখছেন সাহানা ভুঁইয়া।
লকডাউনে হাঁটতে বেরিয়ে অনিরুদ্ধ আর রঞ্জার পছন্দের জায়গা হয়ে গিয়েছিল মার্কিন শহরের এক ছোট শান্ত কবরখানা। সেখানে ফুলের সমারোহ দেখতে দেখতে হাঁটত তারা। সেখানেই আলাপ অলিভিয়ার সঙ্গে। তারপর? লিখছেন সাহানা ভুঁইয়া।