খোলা আকাশের নিচে ছবির জলসা

‘ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যাল’ অর্থাৎ খোলা আকাশের নিচে ছবি দেখানো। টিকিট ছাড়াই। আপামর জনগণকে স্বাগত জানিয়ে সারাদিন ছবি দেখানো। এমন আশ্চর্য উদ্যোগই নিয়েছেন নাকতলার বাসিন্দা একদল তরুণ। গত ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি চলল তাঁদের উৎসব। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানালেন ফিল্ম-স্কলার থেকে সাধারণ সকলেই। কেন হঠাৎ অভিনব এই উদ্যোগ? ব্লু চক স্টুডিও-র তরফে রুডি জানালেন, […]