পুণ্য লগ্নে পূর্ণ কুম্ভে (পর্ব ২)

শতাব্দী আর ভগীরথ সেতুর রাস্তা বন্ধ করে দেওয়ায় হর কি পৌরি থেকে গৌঘাট একেবারে ফাঁকা। এদিকে হাজার হাজার মানুষের ভিড় উল্টোদিকের ঘাটে। গৌঘাটের ওপর হোটেল বলে আমি নির্বিঘ্নে জনশূন্য ঘাটে এসে দাঁড়ালাম।
পুণ্য লগ্নে পূর্ণ কুম্ভে (পর্ব ১)

কুম্ভে যায় ধর্মভীরু হিন্দু, সাধু সন্ন্যাসী, ধর্মব্যবসায়ী, নানা শ্রেণীর খবর সন্ধানী ও আলোকচিত্রীর দল। আমি এর কোনওটাই নই। কাগজে কোটি কোটি কুম্ভযাত্রীর সংখ্যা দেখেছি এতদিন। তার সঙ্গে আমার নম্বরটাও যুক্ত হবে এমন ধারনা ছিলনা।