ফটোস্টোরি: ভূস্বর্গের নিসর্গ

পহেলগামে পথের পাশেই লিড্ডর নদী

রাজনৈতিক অস্থিরতা বহুদিন হল কাশ্মীরবিমুখ করেছে বাঙালিকে। রোজই খবরের কাগজে জঙ্গিহানা আর মিলিটারি বুটের শব্দ বাজে কানে। সেসব উপেক্ষা করেই ধীরে ধীরে পর্যটকেরা ফিরছেন ভূস্বর্গে। জমে উঠছে দোকান বাজার, সাজছে হোটেল, হাউসবোট। পুজোশেষে ক্যামেরা হাতে কাশ্মীরে বরফের খেলা দেখে এলেন কোরক বসু।