মেরুকরণের রাজনীতি, ভুয়ো খবর এবং সামাজিক মাধ্যম

যুক্তির প্রভাবে নিজের মতাদর্শ ভুলে মানুষ ঝুঁকে পড়ছেন সংখ্যাগরিষ্ঠের মতাদর্শের দিকে, অর্থনীতির পরিভাষায় যাকে বলা যায় ‘আর্টিফিশিয়াল হার্ডিং বিহেভিয়র’ (‘Artificial herding behaviour’)।
ফেক নিউজ চেনার আলাদা প্রশিক্ষণ কেরালার স্কুলে!

মনে পড়ে, দিন কয়েক আগেই ফেসবুক-হোয়াটস্যাপে ভাইরাল হওয়া আলিয়া ভট্ট আর রণবীর কাপুরের বিয়ের কার্ড? আকাশি নীলের ওপর সোনালি অক্ষরে ছাপা সেই কার্ড দেখে ভুরি ভুরি শেয়ারের জোয়ারে ভেসে গেল কাশ্মীর থেকে কন্যাকুমারী! দু’একটা খবরের কাগজেও বিনোদনের পাতায় ঠাঁই করে নিল সে খবর। অথচ কার্ডে অজস্র ভ্রান্তি। ভুল খোদ আলিয়ার বাবার নাম! মহেশ ভট্টের জায়গায় […]