ঈশ্বরের আপন দেশে, পাহাড়ি বাগানবিলাসে

যুবক মুখে আঙুল দিলেন। তার পর নির্দেশ করলেন ডান দিকের ঢালে। চারপেয়ে প্রাণীটা উঠে আসছে। বিলুপ্তপ্রায় নীলগিরি থার। বড় ছাগলের মতো দেখতে, বাঁকানো শিং। এই জাতীয় উদ্যানের প্রধানতম আকর্ষণ। রাজামালাই অংশেই তাদের বাস সবচেয়ে বেশি।
এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ঘুরে এসে লিখলেন শৌনক গুপ্ত…