অরণ্যপুরুষ (কথোপকথনে বুদ্ধদেব গুহ)

Buddhadev Guha

আজ তাঁর জন্মদিন। সারাটা জীবন চূড়ান্ত শহুরে ব্য়স্ততায় পেশাগত জীবন কাটিয়েও তিনি আজীবন অরণ্যচারী। তাঁর কলমে জীবনের সবুজ ঘাম-রক্ত-ক্লেদ। তিনি, বুদ্ধদেব গুহ। জন্মদিনে তাঁকে বাংলালাইভের শ্রদ্ধার্ঘ্য।

যখন কলম থমকে দাঁড়ায়

কেন হয় রাইটার্স ব্লক? কেন হঠাৎ করে থমকে যায় সৃষ্টিশীলতা? কারণটা শারীরিক না মানসিক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানিয়েছিলেন, আগের মতো লিখতে ‘বল না পাওয়া’-র কথা। ওপার বাংলার প্রবাদপ্রতিম লেখক আখতারুজ্জামান ইলিয়াস লেখালেখি শুরু করেছিলেন গত শতাব্দীর ষাটের দশকে। কিন্তু মাত্র কয়েক বছর লেখার পরেই কলম থামিয়ে দেন তিনি। ফিরে আসেন প্রায় বছর দশেক পরে। গত দশ বছর কি রাইটার্স ব্লকের শিকার হয়েছিলেন তিনি?