প্রবন্ধ: হত্যায় খচিত এই ধরণীর ধূলি

তথাকথিত সভ্যমানুষের ইতিহাসে শুধু হানাহানি, যুদ্ধ, সাম্রাজ্যের উত্থান আর পতন। অগণিত মানুষের হত্যা। একটা পসট্যুলেট বলে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স আজ থেকে এক লক্ষ থেকে পঞ্চাশ হাজার বছর আগে নিকটতম জ্ঞাতি হোমো স্যপিয়েন্স নিয়নডার্থালিসকে শেষ করে। শেষ করে অন্য জ্ঞাতিদের।
ড্রাকুলার সন্ধানে: পর্ব ২

সিংহাসনে বসে একটু থিতু হয়েই ভ্লাদ প্রথমেই তাঁর রাজনৈতিক অবস্থানটা সমঝে নিলেন।