গণায়নের ‘জুলিয়াস সিজার’- রোমান নাটকে বাংলার বোল

‘জুলিয়াস সিজারে’র গল্পটা মনে আছে তো? পম্পির বিদ্রোহ দমন করে সিজার (যীশু দাশ) ফিরেছেন রোমে। এখন তিনি দোর্দণ্ডপ্রতাপ। এইবারে যদি নিজেকে মহারাজাধিরাজ ঘোষণা করে বসেন সিজার, তবে আর দেখতে হবে না! ট্যাঁ ফোঁ করলেই গর্দান যাবে!
আমি জগদীশ: নাট্যসূত্রে শিহরণপ্রবাহ

নিপাট নিটোল প্রযোজনা। ভারী মঞ্চসজ্জা। গাছগাছালিতে বোঝাই। সোমনাথ চট্টোপাধ্যায়ের আলোকসম্পাত বড়োই ভালো হওয়ায় তেলেজলেমিশ খেয়ে যায়। এমনকি লজ্জাবতী-পতঙ্গভুকের (‘পোকাখেকো’ নামটি আশু বর্জনীয়) ভাব-পাতানোর খেলাটিও মন দিয়ে দেখি আমরা। পিনাকী দত্তর আবহ সংগীতে সেকাল-একালের সেতুবন্ধন কতক অনায়াসেই ঘটে।
আবার কাঞ্চনজঙ্ঘা: মেঘ মুলুকে সাত সুলুক

শাশ্বত চট্টোপাধ্যায় এত ভালো অভিনেতা, প্রেশার সিচুয়েশন এত অনায়াসে হ্যান্ডল করতে পারেন যে সুমিত্রর ভূমিকায় তিনি এই ছায়াছবির সেরা পাওনা হয়ে রইলেন। স্বতঃস্ফূর্ত চরিত্রায়ণে তাঁকে সঙ্গত করলেন অর্পিতা চট্টোপাধ্যায়।
‘অভিযাত্রিক’- ভুবনডাঙায় অপুর প্রবেশ

বছর দুয়েক আগে ‘অভিযাত্রিকে’র কাজ সারা হয়েছিল। দেশবিদেশের গুচ্ছের ফিল্ম ফেস্টিভ্যালে মন-কেমন-করার পসরা ফিরি করার পর এই ঝিম ধরা শীতের বেলায় সাড়ম্বরে শুভমুক্তি হল।
‘তখন কুয়াশা ছিল’- হালের বাংলার আঁতের চালচিত্র

একবছর আগে এই দিনেই প্রয়াত হয়েছিলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির চিরন্তন অপু-কে শ্রদ্ধা ভালোবাসায় আজও স্মরণ করছে বিশ্ব। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘তখন কুয়াশা ছিল’। দেখে এলেন অংশুমান ভৌমিক।
বইয়ের কথা: আহা, এ বইটা আগে কেউ লেখেননি কেন?

পঞ্চানন কর্মকার। তাঁর নাম কজন বাঙালি জানেন? অথচ যে বাংলা বই নিয়ে আমাদের গর্বের শেষ নেই, সে বাংলা বই ছাপাই হতে পারত না পঞ্চানন কর্মকারের হাতযশ ছাড়া। ‘পঞ্চাননের হরফ’ বই পড়ে লিখলেন অংশুমান ভৌমিক।
‘এটা কি স্বগতোক্তি, না হলিউড স্টাইল?’: যুগসন্ধিতে ‘নায়ক’

থিয়েটারের অভিনয়শৈলী থেকে চলচ্চিত্রের অভিনয় যে একেবারে বিপরীত মেরুতে, সে কথা গত শতকের ষাটের দশক থেকে জনমনে উত্থিত হতে শুরু করে। সত্যজিৎ রায় ছবি করতে এসে ‘নায়ক’ ছবির মাধ্যমে এই বিতর্কে তাঁর স্পষ্ট পক্ষপাত এবং বক্তব্য ঘোষণা করে দেন। কেন? লিখছেন অংশুমান ভৌমিক।
কাবেরী নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত

চলচ্চিত্রজগতে তাঁর আগমন স্বল্পকালের জন্য। উপস্থিতি খুবই ক্ষণস্থায়ী। তবু আজও তিনি দর্শকমনে সজীব, সতেজ, জীবন্ত! তিনি, দু’চোখে কাবেরী নদীর জলরাশি নিয়ে আসা কাবেরী বসু। তাঁকে নিয়ে লিখলেন অংশুমান ভৌমিক।