ওস্তাদ আলি আকবর খাঁ সাহেব কবিগুরুর একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে কবিকে শ্রদ্ধা জানিয়ে রচনা করেছিলেন রাগ ‘নন্দিনী’ এবং লন্ডনে টেগোর সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে বাজিয়েছিলেন সেই রাগ। খাঁ সাহেবের প্রিয় শিষ্য, প্রখ্যাত সরোদশিল্পী পন্ডিত অনিন্দ্য বন্দোপাধ্যায় আজ সেই নন্দিনী রাগের আশ্রয়েই কবির উদ্দেশ্যে নিবেদন করছেন তাঁর শ্রদ্ধার্ঘ্য।

ভিডিও গ্যালারি

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।