যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে পেশা হিসেবে বেছে নিয়েছেন ইন্টিরিয়র ডিজাইনিং। সর্বক্ষণের সঙ্গী ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে প্রায়ই বেরিয়ে পড়েন। কখনও সেই বেরিয়ে পড়া হয় আগাম প্ল্যানমাফিক, আবার কখনও উদ্দেশ্যহীন মর্জিমাফিক। সৌরভের পছন্দ ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট।