বিবিসির বর্ষসেরা ধৃতিমান

গত কুড়ি বছর ধরে লেন্সে চোখ দিয়ে একাগ্র ভাবে ক্যামেরা তাক করে চলেছেন ধৃতিমান মুখোপাধ্যায় – পৃথিবীর নানা প্রান্তে প্রান্তরে। কখনও বার্ড অফ প্যারাডাইসের সন্ধানে, কখনও বা আফ্রিকার জাগুয়ারের খোঁজে, কখনও আবার দক্ষিণ মেরুর হিমশৈলের নিচে প্রাণিজগতের আনাচ কানাচে উঁকি দিতে। জ্বলন্ত আগ্নেয়গিরি, বরফগলা জলস্রোত, ঘন জঙ্গল কিংবা ধূ ধূ মরুভূমি – সব জায়গায় অনায়াস অবাধ তাঁর পদচারণা। তাঁর নির্ভীক লেন্স অনবদ্য টাইমিংয়ে বন্দি করে চলেছে প্রকৃতির অন্তরালের একান্ত মুহূর্তগুলি। বন্যপ্রাণের ছবি তোলা ছাড়াও প্রকৃতি সংরক্ষণ, প্রাকৃতিক ইতিহাস ইত্যাদি নানা বিষয়ে আগ্রহ ধৃতিমানের। সেই সংক্রান্ত অজস্র প্রোজেক্টে বিশ্বজুড়ে চলতে থাকে তাঁর কর্মকাণ্ড।  

সম্প্রতি বিবিসি-র তরফে ২০২০ সালের বর্ষসেরা আলোকচিত্রীর সম্মান পেলেন ধৃতিমান। সেই উপলক্ষে বাংলালাইভের পডকাস্ট বিভাগে প্রচারিত হতে চলেছে তাঁর একান্ত সাক্ষাৎকার। তার আগে পাঠককুলের জন্য রইল ধৃতিমানের দুনিয়ার ঝাঁকিদর্শন।

Photo gallery list

পল্লবী বন্দ্যোপাধ্যায় আকারে স্থূল, প্রকারে কুল এবং জোকার-এ মশগুল। ভালোবাসেন মার্ভেল, ডিসি, আর যা কিছু ফিশি। পূর্বজন্মে ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন। বর্তমানে বাংলার নেশায় বুঁদ। পরজন্মে গল-দের গ্রামে খোলা আকাশের নীচে গোল টেবিলে নৈশভোজের আসরে বসে বুনো শূকরের রোস্ট খেতে চান।