মতি নন্দী

ক্রীড়াসাংবাদিক এবং সাহিত্যিক। এই দুই ভূমিকাতেই মতি নন্দী একইরকম সমাদর পেয়েছেন। সাংবাদিক হিসেবে কভার করেছেন অলিমপিকস ও এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন। সাহিত্যিক হিসেবে ছোট ও বড়দের জন্য লিখেছেন সাদা খাম, কোনি, স্টপার-এর মতো উপন্যাস। তাঁর হাত ধরেই বাংলায় ক্রীড়া সাহিত্যের পরিসর সৃষ্টি হয়েছে। ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কারে ব্যক্তিজীবনে ছিলেন এক আদ্যন্ত সাধারণ জীবনযাপন করা ঘরোয়া মানুষ। ফিরে দেখা যাক মতি নন্দীর জীবনের কিছু মুহূর্ত। এই অ্যালবামের সমস্ত ছবি মতি নন্দীর কন্যা আনন্দরূপা দাসের সৌজন্যে প্রাপ্ত।

Photo gallery list

লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!