সাহিত্য থেকে নাটক তৈরির মধ্যে যে শিল্প-উদ্ভাসন আছে তার একটি অন্যতর রূপ মিলবে চলচ্চিত্র থেকে নাটক তৈরির উপক্রমে। শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটক চিত্রায়িত অবিস্মরণীয় কালজয়ী মর্মভেদী ‘মেঘে ঢাকা তারা’ ছবিটির মঞ্চরূপ এই ‘মেঘে ঢাকা তারা’। নাটকটির প্রযোজনা বিন্যাসে আছে সিনেমার ছোঁয়া আবার থিয়েটারের কল্পনাশক্তির ব্যবহারে জেগে উঠেছে স্বপ্ন – বাস্তবতা। চলচ্চিত্র অবলম্বনে নাটক নির্মাণের এই নিরীক্ষা যেন দুই মাধ্যমের মেলবন্ধন।

– ব্রাত্য বসু।

ভিডিও গ্যালারি

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।