গল্প শুনতে ভালোবাসেন? শুনবেন সেই সব গল্প, যা আগে কেউ কখনও শোনেনি?
ইটকাঠের ভাঁজে ভাঁজে কত গল্প লুকিয়ে থাকে যা কোনও বইয়ে ঠাঁই পায় না। ধীরে ধীরে হারিয়ে যায়। তবু তারই ফাঁকে কিছু গল্প ঠিক ঘেরাটোপ পার করে বাইরে উঁকি দেয়। অনেক গল্প আমাদের সামনেই থাকে, আমাদেরই সময় হয় না ফিরে তাকানোর। একটা খুব পুরনো বাড়ি দেখে ভেবেছেন কোনওদিন যে সেখানে কত ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে? কিংবা একটা পুরনো কাঠের চেয়ার, বাড়ির এক কোণে অবহেলায় ধুলো মেখে পড়ে রয়েছে, শুনেছেন তার গল্প? ঠাকুমার তোরঙ্গের তলায় যে দেড়শো বছরের পুরনো ফাঁকা গয়নার বাক্সটা ছোটবেলা থেকে দেখছেন, কিংবা সেই জং ধরা নারকেল কুরুনি, কাঁসা-পেতলের বাসন… কোনওদিন ইচ্ছে হয় তার কথা জানার ? বইয়ের তাকে আপনার মায়ের গীতবিতান, তার পেছনেও তো কত স্মৃতি! সেই সব গল্পই, শোনাবে INTACH HOOGHLY’ র সদস্যরা! শুনব এমন এক পরিবারের গল্প, যাঁদের চেনে আপামর বাঙালি, তাঁদের নিজেদের মুখে। ভিডিওতে দেখব আরও অনেক পরিবারের প্রাচীন গল্প।