দীর্ঘদিনের প্রবাসী কৌশিক থাকেন হিউস্টনে। কর্মসূত্রে তেল গ্যাস ও খনিজ সম্পদ ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কিন্তু কৌশিকের প্রথম প্রেম সঙ্গীত এবং দ্বিতীয় বই। বেশ কয়েক বছর তালিম নিয়েছেন কিংবদন্তী সরোদ শিল্পী উস্তাদ আলি আকবরের কাছে। এছাড়া ভালোবাসেন বেড়াতে আর ছবি তুলতে।