ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল। এই দীর্ঘ সময়ে এমন বহু কৃতি বাঙালি দেশকে সমৃদ্ধ করেছেন, সম্মান এনে দিয়েছেন, যাঁদের কাজ, লড়াই, শিক্ষা আমরা ভুলে গিয়েছি। বা নিছকই বইয়ের পাতায় বন্দি করে রেখেছি। তাঁদের মধ্যে কেউ আঙ্কিক, কেউ স্থপতি, কেউ বিজ্ঞানী, কেউ সাংবাদিক, কেউ বা চিকিৎসক। কিন্তু নিজের নিজের ক্ষেত্র ছাড়িয়ে প্রত্যেকেই নিজেকে ছড়িয়ে দিয়েছেন বহুমাত্রিকতায়, সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন নিজের মতো করে, নিজের শর্তে। এঁরাই হলেন ভারতবর্ষের প্রকৃত রত্ন, ভারতবর্ষের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক। প্রাদেশিকতার গণ্ডি ছাড়িয়ে এঁরা সর্বার্থে আন্তর্জাতিক। স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে তাঁদেরই স্মরণ করছে বাংলালাইভ।