বাংলা রক ব্যান্ড লক্ষ্মীছাড়ার নতুন গান ‘আলো’। এই অন্ধকার সময়ে আলোর দিশা খুঁজেছে এই গান। চারপাশের আঁধার যেন আমাদের মনেও বাসা বাঁধতে না পারে। পাখিদের গানে, প্রিয় বইয়ের আরামে আশ্রয় খুঁজে নিয়ে, মনখারাপের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ব্যান্ড সদস্যেরা প্রত্যেকে যে যার বাড়িতে বসে মূলত মোবাইলে শ্যুট করে তৈরি করেছেন এই গান। 

কন্ঠ – রাজীব 
ড্রামস – গৌরব
বাস গিটার – সঙ্কেত
কিবোর্ড – দেবাদিত্য
গিটার – বোধিসত্ত্ব
গিটার ব্যাঞ্জো দোতারা – জন
কথা – অনির্বাণ
সাউন্ড মিক্সিং – জন পল স্টুডিও
ভিডিও এডিটিঁং – নীলাদ্রী

ভিডিও গ্যালারি

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।