রবি ঠাকুরের নারীরা ‘অন্যরকম’ নারী। আজকের দিনে তারা ঠিক কেমন হতেন, কেমন করে বাঁচতেন, কি বলতেন? “ইতি লাবণ্য” একালের ছায়ায় লাবণ্য, মৃণাল, নন্দিনী, এলা’দের গল্প।
Tagore Beyond Boundaries এবং Bangla Live-এর যৌথ পরিবেশনা “ইতি লাবণ্য”: সঙ্গীত, পাঠ, নৃত্য এবং অভিনয়ের মধ্যে দিয়ে বলা একটি গল্প। আক্ষরিক অর্থেই এটি একটি আন্তর্জাতিক প্রযোজনা। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে ভারত,আমেরিকা, ইউরোপ, এবং সিঙ্গাপুর থেকে শিল্পীরা একত্রিত হয়েছিলেন এই প্রয়াসে। সহযোগীতায় : banglalive.today

ভিডিও গ্যালারি

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।