দামোদর - ছবি ও কবিতা - শ্রুতি গঙ্গোপাধ্যায়

দামোদর,
সবাই বলে নদ,
আমি তাকে নদীই বলি…
ছিপছিপে তন্বী বয়ে চলা নদী…
আজও প্রশ্ন করলে উত্তর দেয়, আজ বৃষ্টি হবে?
নাকি দক্ষিণ গরম হাওয়া.. 

ছোটবেলা থেকেই একা বড় হবার সঙ্গী…
সুনীল গঙ্গোপাধ্যায়, পাহাড় চূড়ায় মনে পড়ে?
নাহ, আমি নদীর বদলে পাহাড় চাইনে…
আমি নদীর সামনে দাঁড়িয়েই বলতে চাই…
“প্রত্যেক মানুষই অহংকারী…
এখানে আমি একা-
এখানে আমার কোন অহঙ্কার নেই।”

Photo gallery list

Shruti Gangopadhyay Author

শ্রুতি অনেকদিন ধরে চক ডাস্টার নিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে ফিজিক্স লিখতেই স্বচ্ছন্দ। সামান্য ও এত ক্ষুদ্র মানুষ, যে জীবনেও কখন হাইজে়নবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল কাজে লেগে গেছে অজান্তে। বর্ধমানে থাকার অবস্থানটি এতটাই সুনিশ্চিত, যে পিএইচডি উত্তর, উচ্চশিক্ষার মোমেন্টাম সম্পূর্ণ অনিশ্চিত। হাজার মানুষের সঙ্গে কথা বলা শেষ হলেও বাকি থাকে নিশ্চিন্তে আকাশ নদী পাখি আর প্রজাপতির গল্প শোনা।