ছবি ও কবিতা : দেবর্ষি সরকার

শিরোনামহীন

গৃহহীন গৃহ এই গৃহমাত্র ভয়
কিছু সখ্য জেগে ওঠে দূরত্ব বিষয়ে
হিরন্ময় অতীতেরা স্মৃতিগর্ভে তার
মানুষ জীবিত অর্থে বাজার-বাজার
প্রকৃ্ত ওষধি তার বাড়ির দেওয়াল
গতজন্ম মৃত এক অশথের ডাল
তুমি সেই ডালে বসে অনায়াসে তাকে কাটো প্রিয়
নিশ্চয়তা শব্দটিও হাস্যকর কিছুটা, যদিও
আত্মজিজ্ঞাসার কাছে ঋণী থাকে একাকী বায়স
সময় আসলে কোনও পরিযায়ী শ্রমিকের
হেঁটে আসা বহু বহু ক্রোশ

Photo gallery list

দেবর্ষির জন্ম ১৯৮৮ সালে উত্তর কলকাতায়। পেশায় ফটোগ্রাফার। কর্মক্ষেত্রে ফ্যাশন, লাইফস্টাইল ও বিজ্ঞাপনের ছবি তোলেন। প্রথম ফটোগ্রাফি প্রদর্শনী হয় ২০১৪ সালে দিল্লির স্প্যানিশ দূতাবাসের এডুকেশনাল সেন্টারে (ইন্সতিতুতো সারভান্তেস)। লেখালিখির শুরু কলেজ জীবনে। মূলত কবি। প্রথম প্রকাশিত বই ২০০৯ সালে। এখনও পর্যন্ত চারটি বই প্রকাশিত। ২০২০ সালে কৃ্ত্তিবাস পুরস্কার পেয়েছেন “নিজস্ব উপকথা” বইটির জন্য।