শতবর্ষের মণি-মানিক

তিনি বাঙালির আঁধার ঘরের আলো। বেরঙিন জীবনে রং-বুলানো ছবিওলা। জন্মশতবর্ষে তাই বাংলালাইভ ফোটো গ্যালারিতে রাখা হল তাঁর দশটি ছবি। আলোকচিত্র এবং রেখাচিত্র দু’রকমই থাকল আমাদের শ্রদ্ধার্ঘ্যে। ছবিগুলি নেওয়া হয়েছে মারি সিটনের ‘Portrait of a Director – Satyajit Ray’ থেকে। কেবল পরিবারের ছবিটি ফেসবুকের সৌজন্যে প্রাপ্ত।

Photo gallery list

লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!