এই তো কদিন আগে
সব কত সহজ ছিল যেন
দুই বিন্দুর মাঝে সরল রেখার মতো 

পাশের বাড়ির অনিমেষবাবুর নাতি
খোলা ছাদেই খুঁজে পেত খড়কুটো
অমনি বৃষ্টি নামল রাতে
গভীর রাতে
তার ছাট-ছোঁয়ানো গায়ে
খালি গায়ে…

সহজে সহজ ছিল সেদিন
খোলা জানলার ধারে শুয়ে
চশমার কাচ ভিজছে আরও ভিজবে বলে 

দেওয়াল ভিজলে তাতে ছবি আঁকে রাই
প্রচ্ছদে কীর্তন
খুব ভোরে টগর কুড়িয়ে
নকশি করা ফ্রকের কোল
মায়ের গন্ধ লেগে থাকা
অগাধ স্নিগ্ধ বোল
সে চলে গেল কঠিনের দেশে–

এই তো কদিন আগে
সব কত সহজ ছিল যেন
দুই বিন্দুর মাঝে সরল রেখার মতো 

মারির আগে শ্রাবণ মাসে
ফেসবুক ছিল না মায়ের আলনার পাশে 

হঠাৎ ফালাফালা কেটে
এক কলসি জল
ভরা দিঘির বুক সয়ে নেয়
তরল মেঘের তল 

টিঁকল না মন টিঁকল না জন
উড়ান নিয়েছে সহজে ভাল থাকা 

                আদতে হারানো ধেনুর গায়েই
প্রকৃতার্থে সহজকে আগলে রাখা–

 

*ছবি সৌজন্য: Pixabay

মৌমন মিত্র কবি এবং গদ্যকার। থাকেন আমেরিকার নিউ জার্সি শহরে। বিদেশে থেকেও তিনি বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর অন্যতম নিয়ত চর্চার বিষয় রবীন্দ্রনাথ। কবিতা, গল্প ছাড়াও বিভিন্ন বিষয়ে গদ্য লেখেন নানা পত্রপত্রিকায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম শ্যামকাঞ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *