একটি দুর্গামন্ডপে থাকত দুটি টুনটুনি পাখি। তারা দীর্ঘদিন ধরে ওখানে থাকে। দুর্গাপূজোর সময় তাদের নিজেদের বাসা ছেড়ে চলে যেতে হয়। আর তখন তাদের কীরকম লাগে আমি নিচে লিখলাম।

বাবা টুনটুনি – দুর্গাপূজো তো চলেই এল আবার আমাদের বাসা ছাড়া হতে হবে। তাড়তাড়ি সব করো। আগে তো মহালয়ার সময় ঠাকুর আসত আর এখন…দাঁড়াও দাঁড়াও ঐ তো মনে হয় ঠাকুর আসছে! উড়ে গিয়ে দেখি।

কিছুক্ষণ পর…

বাবা টুনটুনি – ঠিক বলেছি ঠাকুরই আসছে। আজকেই বাসা ছাড়া হতে হবে।

মা টুনটুনি – তাহলে আমার দুটি সাধের ডিম কি হবে?

বাবা টুনটুনি – ছাড়ো তো তোমার সাধের ডিম। চলো এখনই বেরিয়ে পড়ি।

অনেক্ষণ পর…

মা টুনটুনি – আর কতক্ষণ উড়বে গো?

বাবা টুনটুনি – সন্ধ্যার মধ্যে কোনও বাসা না পেলে মুশকিল হবে।

সন্ধ্যার অন্ধকার ঘনাতেই…

বাবা টুনটুনি – ঐ তো একটা পেঁচার বাসা না? চলো ওখানে গিয়ে কিছুক্ষণ বসা যাক।

বসার পর…

বাবা টুনটুনি – আরে পেঁচাটা তো ডালে বসে আছে! চলো পালিয়ে যাই।

যেই পালাতে গেছে, ওমনি পেঁচাটার ডানার ঝাপটা খেয়ে মা টুনটুনি পড়ে গিয়ে মারা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *