মৌসুমীর জন্ম কলকাতায় হলেও গত তিন দশক ধরে নিউ ইয়র্কই তাঁর বাসস্থান এবং কর্মস্থান। এক্কেবারে বিশুদ্ধ ক্যালইয়র্কার। শুঁটকি মাছ থেকে চন্ডীপাঠ, Grateful Deads থেকে সুপ্রীতি ঘোষ আর এই diasporic dichotomy-র জাগলিংয়ে হাত পাকাতে পাকাতেই দিন কাবার। ভালোবাসেন বই পড়তে, ছবি আঁকতে, রান্না করতে, আড্ডা মারতে আর ক্যামেরা হাতে ছবি তুলতে। তবে সবচেয়ে ভালোবাসেন সক্কলকে নিয়ে জমিয়ে বাঁচতে!
এতো ভালো লাগলো
মন ভরে গেলো
লিরিক্যাল
ভাল লাগলো।
মন ছঁুয়ে গেল। মনে পড়ে গেল নিজের ছেলেবেলার কথা। দেশ থেকে দূরে থেকেও যে মাটির কাছাকাছি থাকা যায় তার প্রমাণ পেলাম।