স্নেহের আশ্রয়, যত্নের ঠিকানা

Care Unlimited Elder care Kolkata

শহরের একাকী বয়স্ক মানুষদের যত্ন নিতে অনেক সংস্থাই কাজ করে চলেছেন। কিন্তু কেয়ার আনলিমিটেড-এর সদস্যেরা তাঁদের মনটিও ভাল রাখতে সদা সচেষ্ট। কোভিডকালেও নানা অনলাইন অনুষ্ঠান, গল্প করে তাঁদের সদস্যদের ভরিয়ে রাখছেন কেয়ারের কর্মীরা। লিখলেন আলপনা ঘোষ।

একলা আকাশ থমকে গেছে…

দোতলা বাড়িটা যেন বড্ড ফাঁকা। পুরো খাঁ খা করে। বারান্দায় বসে দিনের অনেকটা সময় রাস্তা দেখতে দেখতে হয়তো কেটে যায়। কিন্তু সন্ধেবেলা হলেই মনটা একেবারে উদাস হয়ে যায়। চোখ টিভির পর্দায় থাকলেও, মন পড়ে থাকে অন্য কোথাও। রাতে কোনওদিন স্কাইপ করে সুদূর আমেরিকায় বসে থাকা এক মাত্র মেয়ে। কখনও আবার দিনের পর দিন কথাই হয় […]