প্রবন্ধ: হত্যায় খচিত এই ধরণীর ধূলি

তথাকথিত সভ্যমানুষের ইতিহাসে শুধু হানাহানি, যুদ্ধ, সাম্রাজ্যের উত্থান আর পতন। অগণিত মানুষের হত্যা। একটা পসট্যুলেট বলে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স আজ থেকে এক লক্ষ থেকে পঞ্চাশ হাজার বছর আগে নিকটতম জ্ঞাতি হোমো স্যপিয়েন্স নিয়নডার্থালিসকে শেষ করে। শেষ করে অন্য জ্ঞাতিদের।
খাদের ধারের রেলিং

গার্হস্থ্য হিংসা। কথাটা শুনলেই চোখের সামনে হিংস্র কিছু ছবি ভেসে ওঠে। কিন্তু তার বেশি কি কিছু মনে হয়? সত্যিই কি গার্হস্থ্য হিংসা নিয়ে যথেষ্ট সচেতন হয়েছি আমরা আজকের দিনেও? লিখছেন মহুয়া সেন মুখোপাধ্যায়।