ম্যাজিক বাক্সের অন্দরমহল!

Radio

প্রযুক্তির গুঁতো খেয়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অনেক সৌন্দর্য্য হারিয়ে গিয়েছে। কিন্তু রেডিও যেন আজও বেঁচে আছে তার লাইভ ব্রডকাস্টিংয়ের উত্তেজনার মধ্যে, ভিন্টেজ রেডিও সংগ্রাহকদের শতাব্দী-প্রাচীন ভালভ আর পিনে! ফুঁ দিয়ে ইতিহাসের ধুলো ওড়ালেন অনির্বাণ মিত্র।