গেঁয়ো আড্ডার দিগ্বিদিক

আড্ডা কি খালি শহরেই হয়? সেই পথের পাঁচালীতে পড়া চণ্ডীমণ্ডপের আড্ডা, বটের ছাওয়ায় গাঁয়ের মাতব্বরদের আড্ডা এসব কি আমরা তাহলে ভুলে যাব? গৈ গেরামের আড্ডা নিয়ে লিখছেন আনসারুদ্দিন।
চলি বলি রং তুলি: অযোধ্যা পাহাড় ও লুড়কুর চুল দাড়ি

অযোধ্যা পাহাড়ের মাথায় পৌঁছতে হলে পুরুলিয়া শহর থেকে সরাসরি বাস সার্ভিস আছে। আমি একা যাব, তাই সেটাই সুবিধের। আগে জয়চন্ডী পাহাড় ঘুরে রঘুনাথপুর থেকে মিনিবাসে চেপে ঘণ্টা দু’য়েক পর এলাম পুরুলিয়া সদরে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, ফলে রাতটা এখানেই থেকে গেলাম একটা চলনসই গোছের হোটেলে। বাস ডিপোটা উল্টোদিকেই। পরদিন সাতসকালে উঠে হাজির হয়ে গেলাম।